ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় চার জনে একজন তরুণ মানসিক সমস্যায় ভোগে

প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ এপ্রিল ২০১৭

অস্ট্রেলিয়ায় প্রতি চার জনে একজন তরুণ গুরুতর মানসিক সমস্যায় ভোগেন। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

১৫ থেকে ১৯ বছর বয়সী মানুষের মানসিক সমস্যা পাঁচ বছর আগের তুলনায় বেড়েছে। দাতব্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছে।

নারী ও জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুতর মানসিক অবসাদে ভোগার সংখ্যা বেশি। সমস্যা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্য বিষয়ক পড়াশোনার পাশাপাশি অনলাইনে স্বাস্থ্য বিষয়ক টুলস অনুসরণের সুপারিশ করা হয়েছে ওই গবেষণায়।

মানসিক চাপ, স্কুলের পড়াশোনা, বিষণ্নতা এসবই মানসিক সমস্যার কারণ। এই সমস্যা ২০১২ সালে ১৯ শতাংশ থেকে বেড়ে ২০১৪ সালে ২২ ও বর্তমানে ২৩ শতাংশে এসে ঠেকেছে। আর নারীদের ক্ষেত্রে বর্তমানে এই মাত্রা ২৯ শতাংশ।

মিশন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্যাথরিন ইওমেন্স জানান, তরুণদের জন্য এই সমস্যা মোকাবেলা করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আপনিও যদি মানসিক অবসাদে ভুগে থাকেন তবে চাইলে এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ব্ল্যাক ডগ ইন্সটিটিউট অাপনাকে উপদেশ এবং সহায়তা প্রদান করবে।

কেএ/টিটিএন/পিআর

আরও পড়ুন