ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চার বছরের শিশু থামিয়ে দিল মোদিকে

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৮ এপ্রিল ২০১৭

ভারতের সুরাত বিমানবন্দরের দিকে যাচ্ছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। পুরো রাস্তা তখন কড়া নিরাপত্তা বলয়ে। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুধারে তখন দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। মোদিকে দেখার জন্য সেই ভিড়ে বাবার আঙুল ধরে দাঁড়িয়েছিল চার বছর বয়সী শিশু ন্যান্সি গন্ডালিয়াও।

আচমকা বাবার আঙুল ছাড়িয়ে নিরাপত্তা বলয় ভেঙে কনভয়ের সামনে চলে আসে সে। সোজা এগিয়ে যেতে থাকে মোদির এসইউভির দিকে। সঙ্গে সঙ্গে ন্যান্সিকে থামানোর জন্য ছুটে যান এনএসজি কমান্ডোরা। কিন্তু বাধা দেন স্বয়ং মোদি। মেয়েটিকে থামানোর বদলে কনভয় থামিয়ে দেন তিনি। নিজের এসইউভির দরজা খুলে মোদি কমান্ডোদের নির্দেশ দেন ন্যান্সিকে তার কাছে আনার জন্য।

সঙ্গে সঙ্গে কমান্ডোরা ন্যান্সিকে নিয়ে যান মোদির কাছে। গাড়ি থেকে নেমে খুদে ভক্তকে কোলে তুলে নেন মোদি। তার গালে চুমু খান। ন্যান্সির কব্জির দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করেন, ‘‘তুমি এটা কী পরেছ?’’ ন্যান্সি ঘড়ি বলার পরে মোদি সময়ও জানতে চান। প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে আপ্লুত উপস্থিত মানুষজন। চার দিক থেকে তখন স্লোগান উঠে, ‘মোদি-মোদি।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই সুরাত পৌরসভার কাউন্সিলর জয়ন্তীলাল ভাণ্ডারী। তিনি বলেন, ‘একটি শিশুর সঙ্গে দেখা করার জন্য একজন প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন। এটা অবিশ্বাস্য।’

জেডএ/জেআইএম

আরও পড়ুন