ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিউইয়র্কে চিনির দাম ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার চিনির দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। মার্কিন ডলারের দরপতনের প্রভাবে বাজারে এ ইতিবাচক ধারা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউইয়র্কের আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে আগামী মাসে সরবরাহের জন্য প্রতি পাউন্ড অপরিশোধিত চিনির দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৩ দশমিক শূন্য ৯ সেন্টে। এছাড়া আগামী আগস্টে সরবরাহের জন্য প্রতি টন সাদা চিনির দাম ৭ ডলার ৬০ সেন্ট বেড়ে ঠেকে ৩৬৮ ডলারে।

তবে বৃহস্পতিবার ফিউচার মার্কেটে কমেছে কফির দাম। আগামী জুলাইয়ে সরবরাহের জন্য প্রতি পাউন্ড অ্যারাবিকা কফির দাম দেড় শতাংশ কমে নামে ১ ডলার ৪১ সেন্টে। এছাড়া একই সময় সরবরাহ চুক্তিতে প্রতি টন রোবাস্তার দাম ১১ ডলার কমে বিক্রি হয় ১ হাজার ৮৩০ ডলারে।

একে/আরআইপি