ভূমিকম্পে ১০ লাখ নেপালি শিশু ক্ষতিগ্রস্ত : ইউনিসেফ
ভয়াবহ ভূমিকম্পে নেপালের প্রায় দশ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জরুরি সাহায্য প্রয়োজন। দেশটিতে এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
জাতিসংঘ শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছেন।
শনিবারের এ ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতে অসংখ্য শিশু ঘরবাড়ি হারিয়ে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে। ইউনিসেফ তাদের অসুখ-বিসুখ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।
এক বার্তায় জানানো হয়েছে, ‘নেপালে ভূমিকম্পে কমপক্ষে ৯ লাখ ৪০ হাজার শিশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য প্রয়োজন।’
বার্তায় আরো বলা হয় ‘পর্যাপ্ত নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় অচিরেই পানিবাহিত রোগের ঝুঁকি দেখা দেবে। অনেক শিশুই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
ইউনিসেফ জানিয়েছে, দুটি কার্গো ফ্লাইটে চিকিৎসা সামগ্রী, তাঁবু, কম্বলসহ ১২০ মেট্রিক টন ত্রাণসামগ্রী এবং ত্রাণকর্মী পাঠানো হয়েছে।
৭ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পে দেশটির কয়েকটি অংশের স্থাপত্য, পুরাতন স্মৃতিসৌধ, চমৎকার রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
একে/আরআইপি