ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্বামী-স্ত্রীর জমজ ভাই-বোন হওয়ার খবরটি ‘ভুয়া’

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৭ এপ্রিল ২০১৭

বন্ধ্যাত্বের চিকিৎসা করাতে গিয়ে জানা গেল দম্পতি যমজ-ভাইবোন- সম্প্রতি এমন একটি খবর ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। মূল ধারার গণমাধ্যমগুলোর মধ্যে খবরটি প্রথম প্রকাশ করে ডেইলি সান। তারাই এখন বলছে এটা আসলে একটা গুজব।

ডেইলি সান এখন বলছে, খবরটি প্রথম প্রকাশ পায় মিসিসিপি হেরাল্ড নামে একটি ভুয়া নিউজ পোর্টালে। এতে বলা হয়, সন্তানের আশায় দীর্ঘদিন ধরে চেষ্টার পর আইভিএফ ক্লিনিকে যান এক দম্পতি। সেখানে ডিএনএ পরীক্ষায় জানতে পারেন তারা আসলে জমজ ভাই-বোন। তবে ওই দম্পতির নাম প্রকাশ করেনি তারা।

খবরটি যে ভুয়া সে বিষয়টি প্রথমে ধরতে পারেনি ডেইলি সান।

মিসিসিপি হেরাল্ডের খবরে বলা হয়, ডিএনএ পরীক্ষা করে দেখা যায়, তাদের দুজনের ডিএনএতে অস্বাভাবিক সাদৃশ্য রয়েছে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তারা বোধহয় নিকটাত্মীয় হওয়ার কারণে ডিএনএ-তে এত মিল। কিন্তু আরও ভালো করে পর্যবেক্ষণ করে সে সম্ভাবনার কথা নাকচ করে দেয়া হয়।

ডেইলি সানসহ বেশকিছু গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

প্রযুক্তির চরম উৎকর্ষতার এ যুগে ভুয়া খবর একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ভুয়া খবরের বিস্তার ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

কেএ/এনএফ/জেআইএম

আরও পড়ুন