ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় আবর্জনার স্তূপ ধসে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৩ এএম, ১৫ এপ্রিল ২০১৭

শ্রীলঙ্কায় একটি আবর্জনার স্তূপ ধসে চার শিশুসহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে ৩০০ ফুট উচ্চতার আবর্জনার স্তূপটি ধসে পড়ে। খবর বিবিসির।

ওই আবর্জনার স্তূপের কাছাকাছি থাকা কমপক্ষে ৪০টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো চার শিশুর বয়স ১১ থেকে ১৫’র মধ্যে।

srilanka

রাজধানী কলম্বোর ওই দুর্ঘটনার পর আবর্জনার স্তূপ দ্রুত সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এএফপির খবরে জানানো হয়েছে, মেথোতামুল্লাহ আবর্জনার স্তূপে প্রতিদিন প্রায় ৮০০ টন আবর্জনা ফেলা হয়। ওই স্থান থেকে আবর্জনা সরিয়ে ফেলার পরিকল্পনা করছে সরকার।

srilanka

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আবর্জনার স্তূপ ধসে পড়ায় প্রায় ২০ জন তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের নিচে চাপা পড়েছেন।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আবর্জনার স্তূপ ধসে পড়ার সময় বহু মানুষ তাদের বাড়িতেই ছিলেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন