ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতীয় শিখদের বৈশাখের শুভেচ্ছা ট্রুডোর

প্রকাশিত: ০৯:১১ এএম, ১৫ এপ্রিল ২০১৭

ভারতীয় শিখদের বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তাতে বেশ চমকও রয়েছে।

১ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে খাঁটি পাঞ্জাবিতে ‘ভাহে গুরুজি কা খালসা, ভাহে গুরুজি কি ফতেহ’ আওড়াতে দেখা গিয়েছে তাকে।

শিখ ধর্মে বৈশাখি উৎসবের গুরুত্ব নিয়েও খানিকক্ষণ কথা বলেছেন তিনি। কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত শিখ ধর্মাবলম্বীরা যে কানাডার অর্থনৈতিক উন্নতিতে সমানভাবে যোগ দিয়েছেন তাও জানিয়েছেন ট্রুডো।

এখন পর্যন্ত প্রায় ৯ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভারতীয় সংস্কৃতির প্রতি কানাডীয় প্রধানমন্ত্রীর ভাললাগা বহুদিনের। নিজের মন্ত্রিসভায় শিখ ধর্মাবলম্বী সদস্যদের রেখেছেন তিনি। ভাঙড়া নাচের প্রতি তার আকর্ষণ কারও অজানা নয়। তবে শুধুমাত্র শিখ ধর্মই নয়, এ বছরের শুরুতে তামিলনাড়ুর সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রুডো।

টিটিএন/এমএস

আরও পড়ুন