আফগানিস্তানে বোমা হামলায় আইএসের ৯২ জঙ্গি নিহত
আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি সুড়ঙ্গে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৯২ জঙ্গি নিহত হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি মার্কিন বিমান থেকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাড়হার প্রদেশের আচিনে বোমাটি ফেলা হয়। বোমাটির উচ্চতা ৩০ ফুটের বেশি।
বিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ‘দ্য মাদার অব অল বোম্ব’ নামে পরিচিতি। পারমাণবিক বোমার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আইএসের ঘাঁটি এবং একটি গভীর সুড়ঙ্গ ধ্বংস হয়ে গেছে।
নানগাড়হারের প্রাদেশিক মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, বোমা হামলায় কমপক্ষে ৯২ আইএস জঙ্গি নিহত হয়েছে।
প্রথমে আফগান কর্মকর্তারা জানিয়েছিলেন, বোমা হামলায় ৩৬ জঙ্গি নিহত হয়েছে। কিন্তু পরে নিহতের সংখ্যা বেড়ে ৯২য়ে দাঁড়িয়েছে। ওই হামলায় কোনো সেনা বা বেসামরিক নাগরিক নিহত হয়নি বলে জানানো হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইএস বেসামরিক নাগরিকদের বাড়ি-ঘরের আশে পাশেই তাদের দূর্গগুলো নির্মাণ করেছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে, কয়েক মাস ধরে চলা লড়াইয়ের জেরে ওই এলাকা থেকে পালিয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিক।
টিটিএন/এমএস