ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় আইএসের ৩৬ জঙ্গি নিহত

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৪ এপ্রিল ২০১৭

আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি সুড়ঙ্গে এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, এ বোমার ওজন ৯ হাজার ৮শ কেজি। খবর বিবিসির।

ওই হামলায় আইএসের ৩৬ সদস্য নিহত হয়েছে। জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ‘দ্য মাদার অব অল বোম্ব’ নামে পরিচিতি। পারমাণবিক বোমার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা।

পেন্টাগন বলছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি মার্কিন বিমান থেকে নানগাড়হার প্রদেশের আচিনে বোমাটি ফেলা হয়। বোমাটির উচ্চতা ৩০ ফুটের বেশি।

২০০৩ সালে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। তবে এরপর সেটি কখনো ব্যবহৃত হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আইএসের ঘাঁটি এবং একটি গভীর সুড়ঙ্গ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ৩৬ জঙ্গি নিহত হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলাকে খুব খুব সফল বলে উল্লেখ করেছেন।

টিটিএন/এমএস

আরও পড়ুন