সৌদিতে স্বাস্থ্যবীমার আওতায় আসছে বেসরকারি কর্মচারীরাও
সৌদিতে এবার বেসরকারী কর্মচারীরাও স্বাস্থ্যবীমার আওতায় আসছে। দ্য কাউন্সিল অব কো-অপারেটিভ ইন্স্যুরেন্স (সিসিএইচআই) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে।
সিসিএইচআইয়ের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আল হুসেইন জানিয়েছেন, সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদেরই স্বাস্থ্যবীমার আওতায় আনা হচ্ছে। যেসব বেসরকারী প্রতিষ্ঠানে মাত্র ২৫ জন বা তার কম কর্মী রয়েছে তারাও এর আওতায় থাকবে।
এসব কোম্পানীর তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী কর্মীদেরও স্বাস্থ্যবীমার আওতায় আনতে হবে।
কর্মচারীদের সন্তানরাও এই বীমার আওতায় থাকবে। কর্মীদের ছেলে সন্তানদের বয়স ২৫য়ের নিচে এবং মেয়ে সন্তানদের বিয়ের আগ পর্যন্ত তারা বীমা সুবিধার আওতায় থাকবেন।
কর্মীদের স্বাস্থ্যবীমার আওতায় না আনাটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বেআইনী কাজ বলে গণ্য হবে।
টিটিএন/আরআইপি