বিমান থেকে ছুড়ে ফেলা হলো হাসপাতালের ছাদে
বিমান থেকে ছুড়ে ফেলা হলো হাসপাতালের ছাদে। মেক্সিকোর উত্তারঞ্চলের সিনালোয়ায় এক ব্যক্তিকে বিমান থেকে ছুড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের ছাদের খুব কাছ থেকে উড়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ফেলে দেওয়া হয়।
ওই এলাকাটি মাদক পাচারকারীদের মুক্তাঞ্চল হিসেবেই পরিচিত। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। তবে ওই ব্যক্তি জীবিত না মৃত ছিলেন সে সম্পর্কে স্থানীয়রা কিছু বলতে পারেননি। পরে সেখানকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসাস মার্টিন রোবলস জানান, হাসপাতালের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ঠিকই কিন্তু সেটি বিমান থেকেই ফেলা হয়েছিল কিনা সের সম্পর্কে সুর্নিষ্ট কিছু জানা যাচ্ছে না। তবে তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, শহরে আরও ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলিও বিমান থেকেই ছুঁড়ে ফেলা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। স্থানীয় একটি মাদকচক্র ওই মৃতদেহ দু’টি তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তারা।
টিটিএন/আরআইপি