ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদিকে মনীষা কৈরালার ধন্যবাদ

প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

বিধ্বংসী ভূমিকম্পের পর লণ্ডভণ্ড নেপালে সাহায্য পাঠানোয় ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নেপালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।

নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বি. পি. কৈরালার নাতনি মনীষা কৈরালা তার ফেসবুক পেজে বলেন, নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনার পর তাৎক্ষণিকভাবে দেশটিতে সাহায্য পাঠিয়ে প্রশংসনীয় কাজ করেছে ভারতীয় সরকার, তবে এই কাজের জন্য শুধু ধন্যবাদ দেয়াটা যথেষ্ট নয়।

শনিবার ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নেপাল লণ্ডভণ্ড হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে তাৎক্ষণিকভাবে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে দু’টি সামরিক পরিবহন বিমান পাঠানোসহ বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দ্রুতই তা লণ্ডভণ্ড নেপালে পাঠানো হয়।

একে/আরআই