যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারকের মরদেহ উদ্ধার
নিউইয়র্ক কোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম নারী বিচারক শিলা আবদুস সালামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের কয়েক ঘণ্টা পর বুধবার হাডসন নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক কোর্টের আপিল বিভাগের সহযোগী বিচারক ছিলেন।
স্থানীয় সময় দুপুর পৌঁনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নম্বর রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের মরদেহ পাওয়া যায়। পরে তার স্বামী আবদুস সালাম মৃতদেহ শনাক্ত করেন।
তবে ওই বিচারকের শরীরে কোনো আঘাত বা দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বার্নার্ড কলেজ থেকে ১৯৭৪ সালে ও কলম্বিয়া ল স্কুলে ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন শিলা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে আসার আগে বেশ কয়েক বছর তিনি নাগরিক অধিকার বিষয়ক সহযোগী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে আবদুস সালামই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।
কেএ/টিটিএন/পিআর