ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লণ্ডভণ্ড নেপালে দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপালে দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি জরুরি প্রয়োজন মেটাতে কাঠমান্ডুর জন্যে প্রাথমিকভাবে ১০ লাখ ডলার সাহায্য অনুমোদন করেছে।

শনিবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, নেপালের ভয়াবহ ৭.৯ তীব্রতার ভূমিকম্পের কথা প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। ভূমিকম্পে ১৯শ’র বেশি লোক নিহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র সহায়তা ও সমর্থন দিতে নেপাল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ দুর্দিনে মার্কিন সরকার নেপাল সরকারের পাশেই আছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র বার্নেডেট মিহান বলেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে। এছাড়া ত্রাণ সহায়তা হিসেবে ১০ লাখ ডলার অনুমোদন দেয়া হয়েছে।

একে/আরআইপি