ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রকাশিত: ০৭:২৭ এএম, ১১ এপ্রিল ২০১৭

অস্ট্রেলিয়ায় আবারো ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় থেকে নিরাপদে থাকার জন্য উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী আরাফুরা সাগরে ধীর গতির একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুই মাত্রার একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

ছোট দ্বীপ এবং উপকূলের বাসিন্দাদের ভারী বর্ষণ, ঝড় এবং ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষা পেতে আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগেই দেশটিতে চারমাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারি বর্ষণ ও বন্যায় ছয় জনের মৃত্যু হয়।

টিটিএন/পিআর

আরও পড়ুন