ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৭:১৬ এএম, ১১ এপ্রিল ২০১৭

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১৫শ ঘর পুড়ে গেছে। আফগান ও কুর্দিদের মধ্যকার সংঘর্ষে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

ডানকির্ক বন্দরের কাছাকাছি গ্র্যান্ড সিনথে ক্যাম্পের কুঁড়ে ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হয়েছে।

অস্থিরতার কারণে গত মাসে ক্যাম্প বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলো ফ্রান্স। সম্প্রতি ফ্রান্সের উত্তর উপকূল দিয়ে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে শরণার্থীরা।

france

ফ্রান্সের নর্ড অঞ্চলের কর্মকর্তা মাইকেল ললান্দি জানান, সেখানে ছাই ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। কুঁড়েঘর তুলে দিয়ে তাদের আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া অনেক কঠিন হবে।

ফরাসি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, সেখানে প্রায় সাত হাজার শরণার্থী বাস করতো। যদিও মানবাধিকার সংগঠনগুলোর দাবি সেখানে ১০ হাজারের বেশি শরণার্থী বাস করতো। বর্তমানে ১৫শ জনের বসবাস সেখানে।

france

গত বছরও ওই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্রান্স সরকার ওই সময় দাবি করেছিল, শরণার্থীরা কুঁড়েঘর ছেড়ে যাওয়ার আগে আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে শরণার্থীরা অভিযোগ করেছিল, তাদের উচ্ছেদ করতেই ক্যাম্পে আগুন জ্বালানো হয়েছিল।

কেএ/টিটিএন/আরআইপি

আরও পড়ুন