পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড
গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ভারতীয় নৌ-বাহিনীর সাবেক এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। করাচি এবং বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার চেষ্টার অভিযোগে সোমবার তাকে ওই সাজা দেয়া হয়েছে।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন বলছে, পাকিস্তানের সামরিক আদালতে সাজাপ্রাপ্ত ওই ভারতীয় নাগরিকের নাম কুলভূষণ যাদব।
পাক আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ২০১৬ সালের ৩ মার্চ বেলুচিস্তানের মাশকেল এলাকায় গোয়েন্দা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কূলভূষণের মৃত্যুদণ্ডের তথ্য নিশ্চিত করেছেন পাক সেনাপ্রধান। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন কূলভূষণ। অবসর নেয়ার পর তিনি ব্যবসা শুরু করেন। ব্যবসার সূত্র ধরেই বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করতেন ভারতী নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা।
মুম্বাইয়ের বাসিন্দা কুলভূষণের বাবা দেশটির সাবেক সাবেক পুলিশ কর্মকর্তা সুধীর যাদব।
এসআইএস/এমএস