ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপান প্রধানমন্ত্রীর দপ্তরের ছাদে ড্রোন : গ্রেফতার ১

প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৫ এপ্রিল ২০১৫

জাপানে প্রধানমন্ত্রীর দপ্তরের ছাদে ড্রোন পাওয়ার ঘটনায় শনিবার ইয়াসুয়ো ইয়ামামোতো (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ইয়াসুয়ো ইয়ামামোতো শুক্রবার শেষরাতের দিকে টোকিও’র প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে ফুকুশিমা অঞ্চলে স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পন করেন। তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের ছাদে পাওয়া ড্রোনের নিয়ন্ত্রক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। টোকিও মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার ওই ব্যক্তিকে টোকিওতে আনা হচ্ছে।

ওই মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো জানান, ২২ মার্চ থেকে ২২ এপ্রিলের মধ্যে কোনো এক সময়ে ওই ড্রোনটি একটি বোতলসহ সেখানে পাঠানো হয়। বোতলে তেজস্ক্রিয় পদার্থ ছিল।

একে/আরআই