ইরাকে শিয়া এলাকায় বোমা হামলায় নিহত ৪৫
ইরাকের বাগদাদ ও এর বাইরে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে সোমবার চালানো বিভিন্ন বোমা হামলায় ৪৫ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।
এ দিন সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে পূর্ব বাগদাদে অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে। দুপুরে জোহরের নামাজের পর ওই মসজিদে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্তত ১৫ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
দক্ষিণ বাগদাদের কারবালায় গাড়িবোমা হামলায় ১২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। বাবেলে দু’টি গাড়িবোমা হামলায় ১১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।
এ ছাড়া দক্ষিণ বাগদাদে দু’টি আলাদা হামলায় পাঁচজন নিহত হয়েছেন।এর আগে গত শুক্রবার দেশটির দিয়ালা প্রদেশে সুন্নি সম্প্রদায়ের এক মসজিদে শিয়া অস্ত্রধারীদের হামলায় ৭৩ মুসল্লি নিহত হয়।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা