ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রেকিং নিউজে স্বামীর মৃত্যু সংবাদ পড়লেন উপস্থাপিকা

প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৯ এপ্রিল ২০১৭

গাড়ি দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। আর সেই খবর ব্রেকিং নিউজ হিসাবে পড়লেন স্ত্রী। ভারতের ছত্তীসগড়ের একটি নিউজ চ্যানেলের সংবাদ উপস্থাপিকাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। অন্যান্য দুর্ঘটনার মত নিজের স্বামীর মৃত্যুর সংবাদও তাকে স্বাভাবিকভাবেই পড়ে শোনাতে হয়েছে।

শনিবার সকালে যথারীতি সংবাদ পড়ছিলেন সুপ্রীত কউর নামের ওই সংবাদ উপস্থাপিকা। নিউজ বুলেটিন দেখানের সময় এক সাংবাদিকের কাছে থেকে ফোন আসে। মহাসমুন্দ জেলার পিঠারাতে একটি গাড়ি দুর্ঘটনা নিয়ে জানাতেই তিনি ফোন করেন। সঙ্গে সঙ্গে সেই খবরটাকে ব্রেকিং নিউজ হিসাবে দেখাতে হয় সুপ্রীতকে।

যে সাংবাদিক খবর দেওয়ার জন্য ফোন করেন, তিনি জানান একটি রেনো ডাস্টার গাড়ি দুর্ঘটনায় ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এই খবরটাই সুপ্রীতের কাছে যথেষ্ট ছিল। তিনি বুঝতে পারেন ওই রাস্তা দিয়েই তাঁর স্বামীর যাওয়ার কথা ছিল চার সঙ্গীকে নিয়ে। এবং ঘটনাচক্রে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটাও ছিল রেনো ডাস্টার।

কিন্তু এত বড় একটা দুর্ঘটনার খবর জেনেও দায়িত্ব ছেড়ে চলে যাননি। দায়িত্ব পালন করে তবে নিউজরুম ছাড়েন। তার পরই কান্নায় ভেঙে পড়েন। আত্মীয়স্বজনদের খবর দেন।

তার এক সহকর্মী বলেন, ‘সত্যিই ও একজন সাহসী নারী। আমরা ওকে নিয়ে খুব গর্বিত। স্বামীর মৃত্যুর খবর শোনার পরেও যে ভাবে ওই সময় নিজের দায়িত্বটা পালন করল, আমরা সবাই হতবাক হয়ে গেছি।’

গত ৯ বছর ধরে ছত্তীসগড়ের ওই সংবাদমাধ্যমে কাজ করছেন সুপ্রীত। তার বাড়ি ভিলাইয়ে। কর্মসূত্রে রাইপুরে থাকতেন। গত বছরই হর্ষদ কাওয়াড়ের সঙ্গে বিয়ে হয় তার।

টিটিএন/এমএস

আরও পড়ুন