১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা ও ফ্রি চিকিৎসা দেবে ভারত
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত।
একই সঙ্গে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসাসেবা দেয়ারও ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে ভারতীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
চারদিনের দ্বি-পক্ষীয় সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন শনিবার একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এক হাজার ৬৬১ জন ভারতীয় যোদ্ধাকে সম্মাননা দেয় বাংলাদেশ।
নয়াদিল্লি সেনানিবাসের মানেকশ কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।
ওই সময় মোদি বলেন, বর্তমানে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এ সংখ্যা ২০ হাজার করা হবে।
এমএমএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?