হায়দরাবাদ হাউসে হাসিনা-মোদি বৈঠক
ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক শুরু হয়েছে।
হায়দরাবাদ হাউসের ডেকান স্যুটে এ বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী এ বৈঠকের স্থায়ীত্বকাল আধা ঘণ্টা হতে পারে।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ৩০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এরআগে সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে শেখ হাসিনাকে।
ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও প্রদান করেছে।
পরে রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
চারদিনের সফরে গতকাল ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত বছর পর প্রধানমন্ত্রী হিসেবে এটি শেখ হাসিনার ভারত সফর।
গতকাল শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পর প্রটোকল ভেঙে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান নরেন্দ্র মোদি।
এনএফ/এমএস