ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সাইবার হামলায় অচল ইসরায়েলের সরকারি ওয়েবসাইট

প্রকাশিত: ০৪:০২ এএম, ২৬ আগস্ট ২০১৪

সাইবার হামলায় ইসরায়েলের কয়েকটি সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। গাজার জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে এ সব হামলা চালিয়েছে হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস।

সাইবার হামলায় যে সব ওয়েবসাইট অচল হয়েছে তার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, ব্যাংক অব ইসরাইল ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর।

এ ছাড়া ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়, আমেরিকার ইসরায়েলি দূতাবাস, ইসরায়েলি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ও অভিবাসন দফতরের ওয়েবসাইট এ হামলা থেকে রেহাই পায়নি।

সাইবার হামলার পর এখনও অনেকগুলো ওয়েবসাইট ফের চালু করতে পারেনি ইসরাইল। ৮ জুলাই থেকে গাজায় সামরিক হামলার পর থেকেই অ্যানোনিমাস গোষ্ঠী ইসরায়েলের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে যাচ্ছে।