সিরিয়ায় রাসায়নিক হামলা : বিদ্রোহীদের দুষছে রাশিয়া
সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলায় ১১ শিশুসহ কমপক্ষে ৫৮ জন নিহতের ঘটনায় দেশটির বিদ্রোহীদের দায়ী করেছে রাশিয়া। অপরদিকে, ওই হামলার জন্য সিরীয় সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্ব শক্তি। খবর বিবিসির।
তবে কোনো রকম রাসায়নিক ব্যবহারের কথা অস্বীকার করেছে দামেস্কের কর্মকর্তারা। মঙ্গলবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে রাসায়নিক গ্যাস হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে, বিমান ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব বোরিস জনসন রাশিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান, সব প্রমাণ আমি দেখেছি, এটা তারই (প্রেসিডেন্ট বাশার আল আসাদের) কাজ। নিজের দেশের জনগণের ওপর তিনি অবৈধ পদ্ধতি ব্যবহার করছেন।
কেএ/টিটিএন/এমএস