ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আট হাত-পা নিয়ে জন্মানো শিশুকে ভগবান-জ্ঞানে পূজা

প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২২ এপ্রিল ২০১৫

চারটি হাতে বিভিন্ন অস্ত্র অথবা মুদ্রায় সাধারণত দেখা যায় হিন্দু দেব-দেবীদের। বিষ্ণু বা গণেশের চারটি হাত সুবিদিত। তাই ভারতের ঝাড়খন্ডে যখন আটটি হাত পা নিয়ে শিশুটি জন্মালো, ধর্মবিশ্বাসী হিন্দুরা ধরে নিলেন এ দেবতা গণেশেরই পুণর্জন্ম।

দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই আশ্চর্য শিশুটিকে দেখতে। জন্মের পর এখনো শিশুটির কোনো নাম রাখা হয়নি। কিন্তু ভক্ত-সমাগমের কাছে সে সাক্ষাৎ দেবতা।

শনিবার জন্ম নেওয়া শিশুটির কারণেই ঝাড়খন্ডের ডুমরি-ইসরি গ্রাম এখন পরিণত হয়েছে রীতিমতো তীর্থে। হাজারিবাগ থেকে ১১৫ কি.মি. পাড়ি দিয়ে এই শিশুকে দর্শন করতে আসা কুন্তলেশ পান্ডে ভক্তদেরই একজন।

কুন্তলেশ জানান, আমার বন্ধু যখন প্রথমে ছবি দেখালো, আমি ভেবেছিলাম ফটোশপ করা। পরে জেনে নিজেই ছুটে এসেছি দর্শন করতে।

চিকিৎসকরা অবশ্য বলছেন, এটা স্রেফ একধরণের গঠনগত জন্মত্রুটি। যুক্ত-জমজের একটা রকমফের।

ভারতে অবশ্য এ ধরণের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত নভেম্বরেই বারুইপারে আরেকটি শিশু একইরকম চারটি হাত ও চারটি পা নিয়ে জন্মেছিল।

এসআরজে