বেতনের অর্থ দান করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বেতনের কিছু অংশ ন্যাশনাল পার্কের পরিষেবার জন্য দান করেছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার এক ঘোষণা য় বলেছেন, পার্ক, স্মৃতিস্তম্ভ এবং অন্যান্য সেবামূলক কাজে নিয়োজিত সরকারি সংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম তিন মাসের বেতন দান করছেন।
জন স্পিসার ৭৮ হাজার ৩শ ৩৩ ডলারের ওই চেক গত সোমবার স্বরাষ্ট্র সচিব রায়ান জিঙ্কের হাতে তুলে দেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগেই বেতন না নেবার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর নিউ হ্যাম্পশায়ারে তিনি বলেছিলেন, ‘প্রথমেই যেটা আপনাদের বলতে চাই তা হলো, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি কোনো বেতন নেবো না। এটা আমার জন্য বড়ো কোনো ব্যাপার নয়।’
তবে ইউএস কোড ওয়েবসাইটে উল্লেখ আছে, ‘প্রেসিডেন্ট সকল সুযোগ সুবিধাই নেবেন। বছরে চার লাখ মার্কিন ডলার বেতন হিসেবে প্রেসিডেন্টকে মাসিক বেতন দেয়া হবে রাষ্ট্রীয় খাত থেকে। এছাড়াও অন্যান্য ব্যয় হিসেবে আরও ৫০ হাজার মার্কিন ডলার দেয়া হবে।’
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বাৎসারিক যে চার লাখ ডলার পাবেন, তা তিনি নেবেন না।’
কিন্তু বেতন না নিয়ে কোনো এজেন্সিকে তা দিয়ে দেওয়ার বিষয়টির সমালোচনা করছেন অনেকেই। তাদের যুক্তি কোনো এজেন্সিকে অর্থ দানের মধ্য দিয়ে বড়ো অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন তিনি।
গত মাসে জন স্পিসার জানিয়েছিলেন, বছর শেষে ট্রাম্প তার বেতনের সম্পূর্ণ অর্থ প্রদান করবেন। কিন্তু প্রথম ত্রৈমাসিক বেতন দিয়ে দিলেন ট্রাম্প।
কেএ/টিটিএন/জেআইএম