পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ২২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ জনের বেশি মানুষ। আফগান সীমান্তের কাছে পারাচিনার শহরের একটি শিয়া এলাকার মসজিদে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শোক প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে নারীদের প্রবেশের জন্য মসজিদের যে প্রবেশদ্বার সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বহু মুসল্লি ওই মসজিদে উপস্থিত হয়েছিলেন। লোকজনের ভিড়ের মধ্যেই ওই হামলা চালানো হয়।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিতে একটি হেলিকপ্টার পাঠিয়েছে পাক সেনাবাহিনী। পারাচিনারের সাংসদ সাজিদ হুসেন জানিয়েছেন, বিস্ফোরণের পর আততায়ীরা গুলি ছুঁড়তে থাকে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় নেয়নি। এর আগে জানুয়ারিতে শহরের সবজি বাজারে বিস্ফোরণে ২১ জন নিহত হয়।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?