ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্যারিসে পুলিশের গুলিতে চীনা নাগরিক নিহত, বিক্ষোভ

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৮ মার্চ ২০১৭

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে এক চীনা নাগরিকের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার প্যারিসের পুলিশ বলছে, নিহত ওই চীনা নাগরিক পুলিশের ওপর হামলা চালিয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলছে, বাড়িতে ঢুকে চীনা নাগরিককে হত্যার অভিযোগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চীনারা। পরে পুলিশ সংঘর্ষস্থল থেকে অন্তত ৩৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিন পুলিশ সদস্য।

প্যারিস প্রসিকিউটরের অফিস বলছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের নাইনটিন্থ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনের বাইরে সোমবার রাতে বিক্ষোভ করেছে চীনা কমিউনিটির সদস্যরা। তাদের অভিযোগ, রোববার রাতে বাসায় ঢুকে চীনের এক নাগরিককে হত্যা করেছে পুলিশ। সন্তানদের সামনেই তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওই ব্যক্তি মাছ কাটছিলেন; কারও ওপর হামলা চালাননি তিনি।

এদিকে, পুলিশ বলছে, অভিযানের সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে আহত করে। পরে আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালিয়েছে। গুলিতে নিহত ব্যক্তি চীনের নাগরিক বলে বেইজিংয়ের গণমাধ্যম দাবি করেছে।

এসআইএস/এমএস

আরও পড়ুন