আঁটসাঁট পোশাক পরায় বিমানে উঠতে বাধা
আঁটসাঁট পোশাক পরায় বিমানে উঠতে বাধা দেয়া হলো দুই তরুণীকে। রোববার মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে উঠতে বাধা দেয়া হয় দুই তরুণীকে।
ডেনভার থেকে মিনিয়াপলিসে যাচ্ছিলেন তারা। কিন্তু বিমানে উঠতে গেলে বাধা দেন প্রবেশদ্বারের এক এজেন্ট। লেগিংস পরে বিমানে ওঠা যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তর্ক করেও লাভ হয়নি।
শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে লেগিংসের ওপর অন্য পোশাক চাপিয়ে নেন তারা। তারপরই বিমানে প্রবেশের অনুমতি মেলে। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার সাক্ষী দিলেন শ্যানন ওয়াটস নামের আর এক নারী।
টুইট করে বিষয়টি সবার সামনে এনেছেন তিনি। এক টুইট বার্তায় শ্যানন লিখেছেন, ‘লেগিংস পরে নাকি বিমানে ওঠা যাবে না! দুই যাত্রীকে পোশাক পাল্টাতে বাধ্য করেছেন বিমানবন্দরের এক এজেন্ট। বিমানে নারীদের পোশাক নিয়ে বিধি-নিষেধ আছে বলে আগে তো শুনিনি?’
টিটিএন/জেআইএম