ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘আমি প্রেসিডেন্ট, আপনি না’

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৪ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক নিয়ে টাইম ম্যাগাজিনের কাছে একটি সাক্ষাতকার দিচ্ছিলেন। সে সময় তিনি বলেন, ‘আমি একজন সহজাত প্রবৃত্তির মানুষ। কিন্তু আমার প্রবৃত্তি সঠিকও হয়। আমার ধারণা আমি খুব খারাপ করিনি। কারণ আমিই প্রেসিডেন্ট, আপনি না।’

বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের ওয়াশিংটন ব্যুরোর প্রধান মাইকেল শেরারকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন তিনি।

ওই আলোচনায় ট্রাম্প একের পর এক তাকে ঘিরে যে সব বিতর্ক হয়েছে সেগুলোকে ঘিরে প্রশ্নের জবাব দেন। খুব কৌশলেই তিনি সব কিছুর জবাব দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের কি বলতে চাচ্ছি? আমি যা করছি তা সম্পর্কে আমার পরিস্কার ধারণা আছে। আমিই হয়তো এমন একজন মানুষ যে জানে যে জীবনটা কিভাবে চলে।’

ওই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডে আলোচিত বিভিন্ন বিষয় নিয়েও কথা উঠেছিল।

ট্রাম্প টাওয়ারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আড়িপাতার বিষয়ে ট্রাম্প বলেন, ‘যখন আমি ফোনে আড়িপাতার বিষয়ে বলেছিলাম, সেটি উদ্ধৃতির মধ্যে ছিল। কারণ আপনারা জানেন আজকের সময়ে আড়িপাতা শব্দটির গুরুত্ব কত। আমি এ বিষয়ে ভালোই বর্ণনা করেছিলাম। কিন্তু শুধুমাত্র আড়িপাতা শব্দটিতেই উদ্ধৃতি চিহ্ন ছিল। আমি যা কিছু বলেছি তার ওপর নজরদারি করা হয়েছে।’

টিটিএন/পিআর

আরও পড়ুন