ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যোগীর সঙ্গে গরুও উঠছে নতুন বাসায়

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৩ মার্চ ২০১৭

কট্টর হিন্দুবাদী নেতা যোগী আদিত্যনাথ বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সর্বশেষ পান মসলা এবং তামাক নিষিদ্ধ করেছেন।

ভারতের সবচেয়ে জনবহুল এলাকার এই মুখ্যমন্ত্রী খুব শিগগিরই তার নতুন বাসায় উঠবেন। তবে তিনি তার প্রিয় গরুগুলোকে না নিয়ে নতুন বাড়িতে উঠছেন না।  বাসভবন ৫-কালিদাস মার্গে যোগীর নতুন বাসায় গরুগুলোও তার সঙ্গী হবে।

দীর্ঘদিন ধরে গরুগুলো যোগী আদিত্যনাথের সংস্পর্শে থাকায় তাদের মায়ায় পড়ে গেছেন তিনি। বেশ কয়েকটি গরুর সঙ্গে তার খুব ভাবও আছে।

নাইমিশারণ্য আশ্রমের স্বামী বিদ্যা চৈতন্য মহারাজ জানিয়েছেন, গোরাখনাথ মন্দিরে গাওশালা বা গরুদের জন্য তার তৈরি আশ্রমে গরু ও বাছুর রয়েছে প্রায় চারশ ৬০টি। যখনই তিনি ওই মন্দিরে যান তিনি নিজে হাতে গরু এবং বাছুরদের খেতে দেন। দুধ, রুটি ও গুড় মিশিয়ে বাছুরকে খাওয়াতেন তিনি। এরপর গরুগুলোকেও খাবার দিতেন।

যোগী আদিত্যনাথ লক্ষ্ণৌতে চলে আসায় তার পছন্দের গরুগুলোকে যতো তাড়াতাড়ি সম্ভব কালিদাস মার্গে তার সরকারি বাসভবনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

গরুগুলোকে নাম ধরে ডাকতেন আদিত্যনাথ। তার সবচেয়ে পছন্দের গরুর নাম নন্দিনী বলে জানিয়েছেন যোগীর সংস্পর্শে ১২ বছর কাটানো স্বামী বিদ্যা চৈতন্য।

প্রতিদিন রাত ৩টায় ঘুম থেকে উঠে ৪টা থেকে ৫টা পর্যন্ত যোগব্যায়াম করেন যোগী। এরপর প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে কিছু সময় কাটান। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখে মাছের খাবার দেন তিনি। তারপর যান গোশালায়।

মুখ্যমন্ত্রী হওয়ার তিনদিনের মাথায়ই অবৈধ কসাইখানা বন্ধের জন্য তোড়জোড় শুরু করেছেন তিনি। কসাইখানা বন্ধে বুধবার পুলিশকে নির্দেশনাও পাঠানো হয়েছে। যোগী চান কসাইখানা বন্ধ করে গরু জবাই যেনো শূন্যে নামিয়ে নিয়ে আসা হয়। এর মধ্যেই বুধবার উত্তর প্রদেশের তিনটি মাংসের দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

কেএ/টিটিএন/পিআর

আরও পড়ুন