ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রমজান শুরু হতে পারে ২৭ মে

প্রকাশিত: ০১:২২ পিএম, ২২ মার্চ ২০১৭

চলতি বছর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায়। এ অনুযায়ী শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে।

সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আর-মানি’র বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে।

আল-মানি বলেছেন, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরদিন অর্থাৎ ২৫ জুন।

সৌদি এই স্কলারের বিবৃতিতে জোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। এ হিসাব অনুযায়ী মক্কায় রমজানের শুরু এবং শেষের তারিখ উল্লেখ করা হয়।

আল-মানি বলেছেন, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এই মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। এ অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়।

সূত্র : সৌদি গ্যাজেট।

এসআইএস/এমএস

আরও পড়ুন