ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাক্কায় স্কুলে মার্কিন বিমান হামলায় প্রাণ গেল ৩৩ জনের

প্রকাশিত: ১১:২৬ এএম, ২২ মার্চ ২০১৭

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী সিরিয়ার রাক্কা শহরের একটি স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩জন নিহত হয়েছে। আইএস নিয়ন্ত্রিত রাক্কার পশ্চিমাঞ্চলের এক স্কুলে সোমবার রাতে ওই হামলা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানিবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সোমবার রাতে রাক্কার আল-মানসুরা স্কুল ভবনে বিমান হামলা হয়েছে। ভবনটি গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হতো।

‘রাক্কা ইজ বিং স্লাটারড সাইলেন্টলি (আরবিএসএস)’ নামের অপর একটি মানবাধিকার সংগঠন বলছে, ভবনে থাকা ৫০ পরিবারের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

মার্কিন নেতৃত্বাধীন জোট ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে এ দুই মানবাধিকার সংগঠন। হামলার বিষয়ে মার্কিন জোটের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

তবে মার্কিন নেতৃত্বাধীন এ জোট বলছে, সোমবার রাক্কায় ১৯ বার বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে আইএসের প্রধান কার্যালয়ে তিনবার বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া হয়েছে।

এসআইএস/এমএস

আরও পড়ুন