আফ্রিকায় স্বর্ণ খনি ধসে নিহত ২৫
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) বা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি স্বর্ণ খনি ধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বামবারি শহরের নিকটবর্তী ওই খনিটি মূলত মুসলিম সেলেকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে।
সরকারের অভিযোগ, সেলেকা বিদ্রোহীরা অবৈধভাবে খনিটি নিয়ন্ত্রণ করছে। রাজধানী বাঙ্গুইতে এক সরকারি কর্মকর্তা বলেছেন, স্বর্ণ সংগ্রহে সেখানে কোনো নিয়ম-কানুন মানা হয়নি। গত বছর এনদাসিমা শহরের কাছে আরেকটি খনি ধসে বেশ কিছু লোক নিহত হয়।
উল্লেখ্য, নিরাপত্তা ঝুঁকির কারণে খনিটির প্রকৃত মালিক কানাডার এক্সমিন কোম্পানি ২০১২ সালে এটি বন্ধ ঘোষণা করে। তারপর থেকেই হাজার হাজার লোক এখান থেকে অবৈধভাবে স্বর্ণ আহরণ করছে। সূত্র: বিবিসি