ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিএসএফের গুলিতে তিন ভারতীয় নিহত

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ মার্চ ২০১৭

ত্রিপুরা রাজ্যের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক নারীসহ তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ওই তিন ভারতীয় নাগরিক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের।

বিএসএফ বলছে, শুক্রবার ত্রিপুরা সীমান্তে গরু পাচারে বাধা দেয়ায় দুই রক্ষীকে পাচারকারীরা ঘিরে ফেলে আক্রমণ করে। পরে আত্মরক্ষার্থে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ত্রিপুরা পুলিশের কাছে দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, একজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করছিলেন বিএসএফের ওই দুই সদস্য। নারীকে বাঁচাতে গ্রামের অন্যরা এগিয়ে গেলে তাদের ওপরে গুলি চালায় বিএসএফ। এতে মারা যান তিন ভারতীয় নাগরিক।

দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই ভাঙামুড়ায় এ ঘটনা ঘটেছে। বিএসএফ বলছে, প্রায় ৩০-৪০ জনের একটি দল শুক্রবার গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের ৩১ নম্বর ব্যাটালিয়নের দুই রক্ষী ওই পাচারকারীদের বাধা দিলে তারা দা, লাঠির মতো দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে।

প্রথমে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় রক্ষীরা, পরে নিজেদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। তবে ত্রিপুরা পুলিশ সূত্র বলছে, তাদের কাছে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেছেন যে ওই দুই রক্ষী এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করছিলেন। ওই নারী তখন রাবার বাগান থেকে ফিরছিলেন। তার চিৎকারে গ্রামের অন্যরা এগিয়ে গেলে সীমান্তরক্ষীরা গুলি চালায়। বিবিসি বাংলা।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন