ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় যুদ্ধবিমানে আগুন, পাইলট অক্ষত

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৬ এপ্রিল ২০১৫

ইন্দোনেশিয়ার একটি যুদ্ধবিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উড্ডয়নের আগমুহূর্তে রানওয়ের ওপরই বিমানটিতে আগুন ধরে যায়। তবে এ সময় বিমান থেকে পাইলট দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়।

কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার এফ-১৬ বিমানে আগুনের ঘটনায় পাইলট প্রাণে বেঁচে গেলেও সামান্য আহত হয়েছেন। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিমানটি রাজধানী জাকার্তার একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

বিমানবাহিনীর প্রধান অগাস সুপ্রিয়াতনা নিউজ চ্যানেল মেট্রো টিভিকে বলেন, ‘বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় এর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং পাইলট দ্রুত বিমান থেকে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন।’

তিনি আরও জানান, এতে পাইলট সামান্য আহত হন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সামরিক মুখপাত্র ফুয়াদ বাসিয়া জানান, পাইলট প্রাণ বাঁচাতে ওই বিমানের ককপিট থেকে লাফিয়ে পড়ায় সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কাজ শুরু করা হয়েছে।

আরএস/আরআই