ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্প-মেরকেল বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য-প্রতিরক্ষা

প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৭ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সফর করবেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর বিবিসির।

ওয়াশিংটনে দু’দেশের শীর্ষ দুই নেতার বৈঠক করার কথা। তাদের এই বৈঠকে বাণিজ্য ও প্রতিরক্ষা বেশি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

জার্মানির শীর্ষ কোম্পানী সিমেনস, শেফার এবং বৃহত্তম গাড়ি কোম্পানী বিএমডব্লিউয়ের শীর্ষ কর্মকর্তারা এই সফরে মেরকেলের সফরসঙ্গী হবেন।

মঙ্গলবারই মেরকেলের ওয়াশিংটনে সফর করার কথা ছিল। কিন্তু নিউ ইয়র্ক এবং নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে এই সফর পিছিয়ে গেছে।

এই সফর সম্পর্কে সংবাদমাধ্যমকে মেরকেল জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন।

একে অপরের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হওয়াটা সব সময়ের জন্যই উত্তম বলে মনে করেন মেরকেল।

টিটিএন/এমএস

আরও পড়ুন