ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মানুষের অধিকার পেল নিউজিল্যান্ডের নদী

প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৬ মার্চ ২০১৭

জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে নিউজিল্যান্ডের একটি নদীকে মানুষের সমান অধিকার দেয়া হচ্ছে। বিশ্বে এই প্রথম মানুষের মতো অধিকার পেতে যাচ্ছে কোনো নদী। বিবিসি।

নিউজিল্যান্ডের হোয়াংগুই নদী নিয়ে এমন একটি বিল পাস হয়ে গেছে দেশটির সংসদে। ফলে এই নদীর দেখভালের দায়িত্ব এখন দু’জন মানুষের ওপর বর্তাচ্ছে।

এ নদীটিতে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন মাওরি জাতিসত্তার লোকেরা।

একজন মন্ত্রী বলেছেন, এ স্বীকৃতি পেতে মাওরিরা গত ১৬০ বছর ধরে লড়ে আসছেন।

দেশটির একজন মন্ত্রী বলছেন, আমি জানি বিষয়টা অনেকের কাছে অদ্ভূত ঠেকবে যে, একটি প্রাকৃতিক সম্পদকে কীভাবে একজন ব্যক্তির মতো অধিকার দেয়া যায়।

হোয়াংগুই নিউজিল্যান্ডের তৃতীয় দীর্ঘতম নদী। সংসদে বিল পাস হওয়ার ফলে এ নদী দেখভালের দায়িত্ব যারা পাচ্ছেন মাওরিদের একজন ও রাজপরিবারের একজন।

এখন থেকে এই নদীর পক্ষে আদালতেও লড়তে পারবেন আইনজীবীরা।  

এনএফ/পিআর

আরও পড়ুন