বিমানে হেডফোন বিস্ফোরণে আহত নারী
অস্ট্রেলিয়ায় বিমানের একটি ফ্লাইটে হেডফোন বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন এক নারী। আগুনে তার হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে। ফ্লাইট চলাকালীন ব্যাটারি চালিত যে কোনো ডিভাইস চালানো থেকে বিরত থাকতে বলার পরও ওই নারী হেডফোন ব্যবহার করেছিলেন।
বেইজিং থেকে মেলবোর্নগামী একটি ফ্লাইটে ওই দুর্ঘটনা ঘটে। ওই নারী আরোহী তার ব্যাটারিচালিত হেডফোন দিয়ে গান শুনছিলেন। হঠাৎ করেই হেডফোনটিতে বিস্ফোরণ হয়।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) কাছে তিনি জানিয়েছেন, তিনি গান শুনছিলেন। হঠাৎ করেই হেডফোন বিস্ফোরিত হয়ে তার মুখে আগুন ধরে যায়। তিনি হেডফোনটি মাটিতে ছুড়ে ফেলেন।
সে সময়ই কেবিন ক্রুরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তার হেডফোনে পানি ঢেলে আগুন নেভানো হয়। তবে আহত ওই নারীর পরিচয় জানা যায়নি।
টিটিএন/পিআর