ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডাচ রাষ্ট্রদূতের আঙ্কারায় প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৭:১৫ এএম, ১৪ মার্চ ২০১৭

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের আঙ্কারায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। নেদারল্যান্ডসে তুর্কি মন্ত্রীদের গণভোটের প্রচারণায় সমাবেশ করতে না দেয়ার জের ধরে দু’দেশের মধ্যে কূটনৈতিক তিক্ততা শুরু হয়েছিল। সেই তিক্ততা এবার প্রকট আকার ধারণ করেছে। খবর বিবিসির।  

সম্প্রতি ছুটি কাটাতে তুরস্কের বাইরে রয়েছেন ডাচ রাষ্ট্রদূত কিজ কার্নেইলস ভ্যান রিজ। এ বিষয়ে উপ-প্রধানমন্ত্রী নুমান কারতুলমাস জানিয়েছেন, ডাচ রাষ্ট্রদূত আঙ্কারায় প্রবেশ করতে পারবেন না। তাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ে কোনো রাজনৈতিক আলাপ আলোচনাও হবে না।

জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসে তুর্কি মন্ত্রীদের সমাবেশে বাধা দেয়া হয়েছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ডাচ এবং জার্মানিদের নাৎসি বলে উল্লেখ করেছেন।

ন্যাটো জোটের দুই মিত্র দেশ তুরস্ক এবং নেদারল্যান্ডসের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক বিরোধ শুরু হলো।

দু’দেশের এই তিক্ততার সম্পর্কে নেদারল্যান্ডের প্রতি পূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক নির্ভরশীলতার আশ্বাস দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

টিটিএন/পিআর

আরও পড়ুন