ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চেন্নাইয়ে ভবন ধসে মৃত ৪০

প্রকাশিত: ০৮:৩১ এএম, ০২ জুলাই ২০১৪

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে নির্মাণাধীন ১২ তলা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া ভবনটি থেকে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের ভেতরে এখনও ৫ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ধ্বংসস্তূপ কেটে পথ তৈরি করে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়াদের সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছিল।

ধসে পড়া ভবনটির বাসিন্দাদের অধিকাংশই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল থেকে চেন্নাইয়ে কাজ করতে আসা নির্মাণশ্রমিক। এ সব ‍নির্মাণশ্রমিকের অনেকেই তাদের মজুরি সংগ্রহের জন্য ভবনটিতে গিয়েছিলেন।

ভবনটি ধসে পড়ার সময় এতে ৭২ জন নির্মাণশ্রমিক অবস্থান করছিলেন বলে গত রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন। কাঠামোগত ত্রুটি ও অনুমোদনহীন নকশার কারণেই এই ধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ধ্বংসস্তূপ সরানো বড় ধরনের চ্যালেঞ্জ বলে এনডিটিভিকে জানিয়েছেন উদ্ধারকাজে দায়িত্ব পালন করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ভবন নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগে ভবনটির প্রোমোটার, ইঞ্জিনিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : এনডিটিভি