পদত্যাগ না করায় মার্কিন অ্যাটর্নি প্রিত ভারারাকে বরখাস্ত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক অ্যাটর্নি পদত্যাগ না করায় তাকে বরখাস্ত করা হয়েছে। ওই বিচারপতি ছাড়াও আরো ৪৫ অ্যাটর্নিকে পদত্যাগ করতে বলেছিল ট্রাম্প প্রশাসন।
বরখাস্ত হওয়ার পর প্রিত ভারারা নামের ওই অ্যাটর্নি এক টুইট বার্তায় বলেছেন, আমি পদত্যাগ করিনি। তাই কিছুক্ষণ আগেই আমাকে বরখাস্ত করা হয়েছে।
নির্বাচনের পর এক সাক্ষাতে ট্রাম্প প্রিত ভাররাকে তার পদে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু বিচার বিভাগের তরফ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নিয়োগ করা ৪৬ অ্যাটর্নিকে পদত্যাগ করতে বলা হয়। বিচার বিভাগ পদত্যাগের জন্য যে কয়জন অ্যাটর্নির তালিকা করেছে তার মধ্যে প্রিত ভাররার নাম ছিল।
রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের কাছেই ভারতীয় বংশোদ্ভূত এ আইনজীবীর গ্রহণযোগ্যতা ছিল। তাই তাকে বরখাস্ত করার ঘটনা রীতিমত অবাক করেছে অনেককেই।
টিটিএন/আরআইপি