যুক্তরাষ্ট্রের ৫ মসজিদে হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের পাঁচটি মসজিদে উড়ো চিঠি পাঠানো হয়েছে। এসব চিঠিতে মসজিদগুলোতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, তোমার এবং তোমার সন্তানদের জন্য মৃত্যু অপেক্ষা করছে।
লেক্সিংটন, কেনটাকির মসজিদে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলতি সপ্তাহেই মসজিদগুলোতে হামলার হুমকি দেয়া হয়েছে।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছে, শনিবার লেক্সিংটনের মাসজিদ বিল্লালের অফিসিয়াল মেইলে ইংল্যান্ডের সিফিল্ড থেকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
ওই চিঠিতে লেখা হয়েছে, খুব শিগগিরই তোমাদের মসজিদে বিস্ফোরক ডিভাইস প্রতিস্থাপন করা হবে। ওই হুমকির পর সিএআইআর স্থানীয় মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের জন্য মসজিদের প্রধানদের আহ্বান জানিয়েছে।
একটি মসজিদে হত্যার হুমকি দেয়া হয়েছে। বাকি তিনটি মসজিদের মেইলে বিশ্বজুড়ে আমেরিকান মুসলিমদের ওপর হামলার হুমকি দেয়া হয়েছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের
- ২ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ৩ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৪ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৫ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই