আফগানিস্তানে সামরিক হাসপাতালে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কূটনৈতিক এলাকার সামরিক হাসপাতালে হামলা চালানো হয়েছে। ওই হামলাকে কেন্দ্র করে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি এএফপিকে জানিয়েছেন, সরদার দাউদ খান হাসপাতালে ওই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিল। এর বেশি আর কিছু জানা যায়নি।
হাসপাতালের এক স্টাফ ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘হামলাকারীরা হাসপাতালের ভেতরে। আমাদের জন্য প্রার্থনা করুন।’
এখনো পর্যন্ত কোনো জঙ্গী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান জঙ্গিরা প্রায়ই আফগানিস্তানে এ ধরনের হামলা চালায়।
মাত্র এক সপ্তাহ আগেই কাবুলের দু’টি নিরাপত্তা কম্পাউন্ডে তালেবানের আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়।
টিটিএন/আরআইপি