ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রের চেয়ে পাকিস্তানেই বেশি
যুক্তরাষ্ট্রের চেয়ে পাকিস্তানেই বেশি ভারতীয় অভিবাসী বসবাস করছে। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভারতীয় অভিবাসীদের প্রায় অর্ধেক মাত্র তিনটি দেশে বসবাস করে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেই বসবাস করে ৩৫ লাখ ভারতীয়; এই দেশটিই ভারতীয় অভিবাসীদের জন্য শীর্ষ গন্তব্য।
পিউ রিসার্চ বলছে, গত দুই দশকে শ্রমিক হিসেবে লাখ লাখ ভারতীয় দেশত্যাগ করেছে। পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ ২০ লাখ ভারতীয় অভিবাসী রয়েছে। এর পরে ২০ লাখের কম ভারতীয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে ভারতীয় অভিবাসীর পার্থক্যের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মার্কিন এ গবেষণা সংস্থা।
সংস্থাটি বলছে, বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক অভিবাসীর উৎসও ভারত। বিশ্বের প্রতি ২০ অভিবাসীর একজনের জন্ম ভারতে।
তবে অভিবাসীদের জন্য শীর্ষ গন্তেব্যের দেশগুলোর মধ্যেও রয়েছে ভারত। পিউ রিসার্চের তথ্য বলছে, ভারতে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে বাংলাদেশের (৩২ লাখ)। এর পরই রয়েছে পাকিস্তান (১১ লাখ), নেপাল (৫ লাখ ৪০ হাজার) ও শ্রীলঙ্কার (এক লাখ ৬০ হাজার) অভিবাসী।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এসআইএস/জেআইএম