ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রাম্পের সমালোচনায় রাউল

প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৭ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তিনি বলেছেন, ট্রাম্পের বাণিজ্যনীতি অহংবোধে ভরা। এছাড়া মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি ‘বিচারবুদ্ধিহীন’ বলে উল্লেখ করেছেন। খবর: রয়টার্সের।

রাউল ও ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা যদিও কয়েক দশকের বিরোধ ভুলে পারস্পরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় বসার আগেই নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া এমনকি এ প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

জেডএ/পিআর

আরও পড়ুন