ভারতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৭
ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার রাতে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে ২৫০ কিলোমিটার দূরে কিন্নর জেলার রোটাং গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কিন্নরের ডেপুটি কমিশনার ডি ডি শর্মা জানান, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাংলা ভ্যালি থেকে কল্পা যাচ্ছিল। রোটাং গ্রামের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ৪০০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৬ জন নিহত হন। এর মধ্যে ছয়জন নারী। নিহত ব্যক্তিদের মধ্যে বাসচালক ও চালকের সহকারীও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
নিহতদের লাশ উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার ডিডি শর্মা। আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।