এবার নারীদের সম্পর্কে এরদোয়ানের উল্টো সুর
নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এবার উল্টো সুর শোনা গেল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কণ্ঠে। নারীকে প্রথমে মানুষ হিসেবে দেখলে নারী সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এই প্রেসিডেন্ট।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইসতাম্বুলে উইমেন অ্যান্ড ডেমোক্রেসি অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থার আয়োজিত বৈঠকে তিনি ওই মন্তব্য করেছেন। এরদোয়ান বলেন, ‘আমরা যখন নারীদেরকে মানুষ হিসেবে দেখবো; তখন অনেক সমস্যার সমাধান দেখতে পাবো।’
নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে তুরস্কের এই প্রধানমন্ত্রীর কুখ্যাতি রয়েছে। অতীতে তার বিরুদ্ধে দেশটির ধর্মনিরপেক্ষতার নীতি ও নারীদের নাগরিক স্বাধীনতা সীমিত করার অভিযোগ এনেছেন সমালোচকরা।
২০১৪ সালে এক বক্তৃতায় তিনি বলেন, ‘নারীরা পুরুষের সমান নন। শারীরিক পার্থক্যের কারণে নারী ও পুরুষরা একই ধরনের কাজ করতে পারেন না। দুর্বল প্রকৃতির কারণে নারীরা কিছু কাজের যোগ্য নন।’
এছাড়া প্রত্যেক নারীর তিনটি সন্তান থাকা উচিত বলে মন্তব্য করেও দেশটির নারী মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ওই সময় নারীদের গর্ভপাত সীমিত করার প্রস্তাব করেছিলেন তিনি।
গত বছরের শুরুর দিকে এক বিতর্কিত বিবৃতি দেন এরদোয়ান। বলেন, ‘নারীরা যদি বংশবৃদ্ধিতে ব্যর্থ হয় তাহলে তার জীবন অসম্পূর্ণ। আমি অন্তত তিনটি সন্তান থাকার পরামর্শ দিচ্ছি। পেশাদারী জীবনে সংযুক্ত নারীকে মা হওয়া থেকে বিরত থাকা উচিত নয়।
তিনি বলেন, একজন নারী যিনি কারণ হিসেবে বলছেন, আমি কাজের কারণে মা হবো না; আসলে তার নারীত্বকে অস্বীকার করছেন।’
নালদের নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত তুরস্কের এই প্রেসিডেন্ট এবার উল্টো সুর শোনালেন।
সূত্র : তুর্কিশ মিনিট, দ্য গার্ডিয়ান।
এসআইএস/জেআইএম