ইয়েমেনে আল-কায়েদার হামলায় ৬ সেনা নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশে একটি সামরিক তল্লাশি চৌকিতে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সন্দেহভাজন সদস্যদের গুলিতে অন্তত ৬ সেনাসদস্য নিহত হয়েছে। রোববার সামরিক ওই চৌকিতে হামলায় এক বেসামরিক ব্যক্তির প্রাণহানি ঘটেছে।
স্থানীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, আরব উপদ্বীপে আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা শুরুর কয়েকদিন পর সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে এ জঙ্গিগোষ্ঠী। বৈশ্বিক এ জঙ্গিগোষ্ঠীর আরব উপসাগরীয় অঞ্চলের একটি সক্রিয় শাখা একিউএপি।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনের আশ-পাশের প্রদেশে সরকারি বাহিনী মোতায়েন রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির ক্ষমতাসীন সরকারের ঘাঁটি এই এডেন।
সৌদি সমর্থিত সামরিক বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে প্রায় আড়াই বছর ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে।
এসআইএস/জেআইএম