বিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্প সমর্থকরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিরোধীরা। শনিবার দেশজুড়ে প্রেসিডেন্টের সমর্থনে আয়োজিত সমাবেশের সময় বিরোধীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সানফ্রান্সিসকোর পাশে বার্কেলের একটি পার্কে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কাঠের লাঠি দিয়ে একে অপরের মাথায় আঘাত হানে। একটু দূরে পুলিশ নীরব দাঁড়িয়ে থাকলেও ট্রাম্প সমর্থকরা বিরোধীদের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছে।
মার্কিন পতাকা হাতে ট্রাম্প সমর্থকরা ‘প্রেসিডেন্টের জন্য পদযাত্রা’ শিরোনামে সমাবেশের ডাক দিয়েছিল। এই সমাবেশ ঘিরে কালো পোশাক ও মুখোশ পরিহিত বিরোধীরা ট্রাম্প সমর্থকদের মুখোমুখি অবস্থান নেয়। এ সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আমেরিকান উদ্দীপনা নামের একটি সংগঠন ট্রাম্পের সমর্থনে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ২৮টিতে সমাবেশ করেছে। ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্প সমর্থকরা সমাবেশ করেছেন। তবে শহরটিতে বিরোধীদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে ট্রাম্প সমর্থকরা। গত ২০ জানুয়ারি রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনের পর শনিবার বিক্ষোভ করে বিরোধীরা।
ট্রাম্পের সমর্থনে আয়োজিত সমাবেশে খুব বেশি মানুষকে উপস্থিত হতে দেখা যায়নি বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্স বলছে, অনেক শহরে ট্রাম্পের সমর্থকদের সমাবেশে কয়েকশ’ মানুষকেও আনতে পারেনি আয়োজকরা। তবে ট্রাম্পের অনেক সমর্থক বিরোধীদের ছোট ছোট গ্রুপের হামলার ঝুঁকিতে ছিলেন।
বারকেলেতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংখ্যা ২০০ থেকে ৩০০ হতে পারে বলে পুলিশের মুখপাত্র বায়রন হোয়াইট জানিয়েছেন। এ সময় সংঘর্ষে অন্তত ৩জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের দাঁত গুড়িয়ে গেছে। ঘটনাস্থল থেকে অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্টার ট্রিবিউন বলছে, মিনেসোটার রাজধানী সেন্ট পলে প্রেসিডেন্ট ট্রাম্পের চার শতাধিক সমর্থক সমাবেশ করেছেন। এ সময় তারা অল্প কয়েকজনের একটি দলের প্রতিবাদের মুখে পড়েন। ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছয় বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এছাড়াও দেশটির টেনেসি, মিশিগান, নিউ ইয়র্ক, ম্যানহ্যাটনসগহ বিভ্ন্নি শহরে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসআইএস/জেআইএম